পরিচ্ছেদ: ভালবাসার মাপকাঠি রাসুলের (ﷺ) অনুসরণ
রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুকরণ-অনুসরণই আল্লাহর জন্য ভালবাসার মাপকাঠি। এ প্রসঙ্গে ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে বলেনঃ“আল্লাহর জন্য ভালবাসার আলামত: আল্লাহ বলেন: তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমার অনুসরণ কর; তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন। (সূরা আল-ইমরান: ৩১) [বুখারী (৮১-কিতাবুল আদাব, ৯৬বাৰু আলামাতিল হব্বি.) ৫/২২৮২ (ভারতীয় ২৯১১)]অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভালবাসা যত বেশি বিদ্যমান তাকে তত বেশি ভালবাসা ঈমানের মূল দাবি। আর কার মধ্যে আল্লাহর ভালবাসা কত বেশি তার সুনিশ্চিত মাপকাঠি সুন্নাতে নববীর অনুসরণ-অনুকরণ। যিনি যত বেশি সুন্নাতের অনুসারী হবেন তাকে তত বেশি ভালবাসা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমানের ন্যূনতম দাবি। আর যদি কোনো মুমিন সুন্নাতে নববীর আলোকে আল্লাহর ইবাদত করেন, কিন্তু আমার রাজনৈতিক বা ধর্মনৈতিক দল, নেতা বা পীরের অনুসরণ বা মহব্বত না করার কারণে তাঁর ইত্তিবায়ে সুন্নাতের অপব্যাখ্যা বা অবমূল্যায়ন করি তবে তা আমার ঈমানের অবক্ষয় প্রমাণ করে।