৭৪৯. আল্লাহ্‌র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়া

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

রাব্বিগ্‌ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম

অনুবাদ

হে আমার রব! আমাকে মাফ করে দাও! আমার তাওবা কবুল করো! নিশ্চয়ই তুমি তাওবা-কবুলকারী ও পরম দয়ালু।

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্‌র রাসূল (ﷺ) ক্ষুদ্র এক বৈঠকে একশ বার বলছেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫১৬

সেটিংস

বর্তমান ভাষা