৭৬৫. সঠিক দিকনির্দেশনা এবং নফসের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 38

সঠিক দিকনির্দেশনা এবং নফসের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া আরবি

اَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ

সঠিক দিকনির্দেশনা এবং নফসের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা আল্‌হিম্‌নী রুশদী ওয়া আ-'ইযনী মিন শার্‌রি নাফ্‌সী

সঠিক দিকনির্দেশনা এবং নফসের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আমার জন্য যা সঠিক, তা আমাকে দেখিয়ে দাও! আর আমাকে আমার দেহসত্ত্বার অনিষ্ট থেকে সুরক্ষা দাও!

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমার পিতাকে বলেন, “হুসাইন! আজ কয়জন প্রভুর আরাধনা করেছ?” আমার পিতা বলেন, “সাতজনের; তাদের মধ্যে ছয়জন (আছেন) দুনিয়াতে, আর একজন আকাশে।” নবী (ﷺ) এসে বলেন, “তাদের মধ্যে কার উদ্দীপনা ও ভয়কে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছো?” তিনি বলেন, “যিনি আকাশে আছেন, তাঁর।” নবী (ﷺ) বলেন, “হুসাইন, শোনো! তুমি ইসলাম গ্রহণ করলে আমি তোমাকে এমন দুটি কথা শেখাব, যা তোমার উপকারে আসবে।” ইসলাম গ্রহণ করার পর হুসাইন (রাঃ) বলেন, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে যে-দুটি কথা শেখানোর ওয়াদা দিয়েছিলেন, তা শিখিয়ে দিন। তখন নবী (ﷺ) বলেন, বলো- (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সহাসান (ইবনে হাজার)। তাখরিজ মিশকাতঃ ৩/২৪

সেটিংস

বর্তমান ভাষা