৭৪৮. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩

নবী (ﷺ) শুনতে পান এক ব্যক্তি এভাবে দোয়া করছে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَّنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ اَلَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশ্‌হাদু আন্নাকা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই। আমি সাক্ষ্য দিচ্ছি, একমাত্র তুমিই আল্লাহ্‌, তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি। এবং যার সমকক্ষ কেউ নেই;

তখন নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্‌কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ১৪৯৩

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

আল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়া

ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়া

ক্ষমা চাওয়ার দোয়া

কিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়া

আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৩

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া

আল্লাহর মর্যাদা ও তাঁর অনুগ্রহ লাভ এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর প্রতিশোধ প্রার্থনা

আল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়া

খারাপ প্রতিবেশী থেকে আশ্রয় চাওয়া

১০

অন্তরকে আল্লাহ্‌র আনুগত্যে স্থির রাখার দোয়া #২

১১

চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া

১২

অপ্রীতিকর দিন-রাত ও খারাপ সঙ্গী থেকে আশ্রয় চাওয়া

সেটিংস

বর্তমান ভাষা