৭৭৪. কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 38

কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়া আরবি

اَللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا

কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়া উচ্চারণ

আল্লা-হুম্মা ছাববিতহু ওয়াজ্‌‘আলহু হাদি-আন মাহ্‌দিআন

কারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়া অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি তাকে স্থিরতা দাও, এবং তাকে (সঠিক পথের) দিশারী ও দিশাপ্রাপ্ত বানিয়ে দাও।

ক্বায়স (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, জারীর (রাঃ) থেকে আমাকে বলেছেন যে, নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি কি আমাকে যুল খালাসা থেকে স্বস্তি দেবে না? যুল খালাসা ছিল খাসআম গোত্রের একটি ঘর, যার নাম দেয়া হয়েছিল ইয়ামানী কা'বা। এ কথা শুনে আমি আহ্‌মাস গোত্র থেকে একশ' পঞ্চাশ জন অশ্বারোহী সৈন্য নিয়ে চললাম। তাঁদের সকলেই অশ্ব পরিচালনায় পারদর্শী ছিল। আর আমি তখন ঘোড়ার পিঠে স্থিরভাবে বসতে পারছিলাম না। কাজেই নবী (ﷺ) আমার বুকের উপর হাত দিয়ে আঘাত করলেন। এমন কি আমি আমার বুকের উপর তার আঙ্গুলগুলোর ছাপ পর্যন্ত দেখতে পেলাম। তিনি দোয়া করলেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ৪৩৫৬

সেটিংস

বর্তমান ভাষা