৭৫৬. গোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়া
اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا تَعَمَّدْتُ وَمَا عَلِمْتُ وَمَا جَهِلْتُ
আল্লা-হুম্মাগ্ ফিরলী মা- আস্রার্তু ওয়ামা- আ‘লান্তু ওয়ামা- আখত্বা'তু ওয়ামা- তা'আম্মাদ্তু ওয়ামা- 'আলিম্তু ওয়ামা- জাহিল্তু
হে আল্লাহ্! আমাকে মাফ করে দাও আমি যা গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি, যা ভুলে করেছি আর যা ইচ্ছা করে করেছি, যা না জেনে করেছি আর যা জেনে করেছি।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১
উদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়া
উপকারী জ্ঞান চাওয়া
জানা অজানা শির্ক থেকে আশ্রয় চাওয়া
মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়া
সাইয়্যিদুল ইসতিগফার
সৎকর্ম ও আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়া
আল্লাহ্র চেহারায় তাকানোর নিয়ামত লাভের দোয়া
দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া
দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা
ক্ষমা চাওয়ার দোয়া
উপকারী জ্ঞান চাওয়া এবং অপকারী জ্ঞান হতে আশ্রয় চাওয়া