১০. গুনাহ মাফ চাওয়া #১
আল্লাহ্র কাছে গোনাহের জন্য মাফ চাওয়া উচিত, কারণ বান্দা তার রবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চাইতে পারে তা হলো তার গোনাহের জন্য ক্ষমা অথবা এর অনিবার্য পরিণতি, যেমন জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ। গোনাহের ব্যাপারে বান্দা তার রবের কাছে ক্ষমাপ্রার্থনার মুখাপেক্ষী, কারণ সে দিন-রাত ভুল করে আর আল্লাহ্ই পারেন সকল গোনাহ ক্ষমা করতে। রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কখনো কখনো আমার হৃদয়ের উপরও আবরণ পড়ে। তাই আমি দৈনিক একশো বার ক্ষমা চাই।
রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫১৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হিদায়াত বা পথ-নির্দেশনা #৬মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়হিদায়াত বা পথ-নির্দেশনা #২জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়াগুনাহ মাফ চাওয়া #২হিদায়াত বা পথ-নির্দেশনা #১দাসমুক্তির সওয়াবদ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিহিদায়াত বা পথ-নির্দেশনা #৫হিদায়াত বা পথ-নির্দেশনা #৩হিদায়াত বা পথ-নির্দেশনা #৪দ্বীনের উপর অটল থাকার দোয়া