৭৭৯. সাইয়্যিদুল ইসতিগফার

সাইয়্যিদুল ইসতিগফার আরবি

اَللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُؤُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُؤُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

সাইয়্যিদুল ইসতিগফার উচ্চারণ

আল্লা-হুম্মা আনতা রব্বী লা- ইলা-হা ইল্লা- আনতা খলাক্বতানী ওয়া আনা- ‘আব্দুকা ওয়া আনা- ‘আলা ‘আহ্‌দিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্ব‘তু ওয়া আ‘উযুবিকা মিন শার্‌রি মা- স্বনা‘তু আবুউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা ওয়া আবু-উ বিযাম্বী ফাগ্‌ফিরলী ফাইন্নাহূ লা- ইয়াগ্‌ফিরুয্ যুনূবা ইল্লা- আনতা

সাইয়্যিদুল ইসতিগফার অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা এবং আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই। আমি আমার উপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ব্যতীত কোন ক্ষমাকারী নেই।

রেফারেন্সবুখারীঃ ৬৩০৬

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়াযিক্‌র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়াদুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়াকৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়াদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার দোয়ানিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়াঅঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনানিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াকোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়া

সেটিংস

বর্তমান ভাষা