অধ্যায়: যিকিরের ফযীলত
পরিচ্ছেদ: তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর-এর ফযীলত
২১. বণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াব
১০ বার বলবে -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর
একমাত্র আল্লাহ্ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
যে ব্যক্তি উপরোক্ত বাক্যটি ১০ বার বলবে, এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈল (আঃ)-এর সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।”
২২. সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
আমি আল্লাহ্র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে (উপরোক্ত বাক্য) তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
২৩. এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ، سُبْحانَ اللّٰهِ الْعَظِيْمِ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্হা-নাল্লা-হিল ‘আযীম
আল্লাহ্র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।