৭৬০. দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা
মুহাম্মাদ (ﷺ) তাঁর রবের কাছে এসব বিষয় চেয়েছেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ، وَخَيْرَ الدُّعَاءِ، وَخَيْرَ النَّجَاحِ، وَخَيْرَ الْعَمَلِ، وَخَيْرَ الثَّوَابِ، وَخَيْرَ الْحَيَاةِ، وَخَيْرَ الْمَمَاتِ، وَثَبِّتْنِيْ، وَثَقِّل مَوَازِينِيْ، وَحَقِّقْ إِيْمَانِيْ، وَارْفَعْ دَرَجَاتِيْ، وَتَقَبَّلْ صَلَاتِيْ، وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ، وَخَوَاتِمَهُ، وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ، وَآخِرَهُ وَظَاهِرَهُ، وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِينْ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ مَا آتِيْ، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أَعْمَلُ، وَخَيْرَ مَا بَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِينْ، اَللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرَ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَ قَلْبِيْ، وَتَغْفِرَ لِي ذَنْۢبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِينْ، اَللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ أَنْ تُبَارِكَ لِي فِي نَفْسِيْ، وَفِي سَمْعِيْ، وَفِي بَصَرِيْ، وَفِي رُوحِيْ، وَفِي خَلْقِيْ، وَفِي خُلُقِيْ، وَفِي أَهْلِيْ، وَفِي مَحْيَايَ، وَفِي مَمَاتِيْ، وَفِي عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ، آمِينْ
আল্লা-হুম্মা ইন্নী আস‘আলুকা খাইরাল মাস্আলাতি, ওয়া খাইরাদ্ দু’আ-ই, ওয়া খাইরান নাজা-'হী, ওয়া খাইরাল 'আমালি, ওয়া খাইরাছ ছাওয়া-বি, ওয়া খাইরাল্ ‘হায়া-তি, ওয়া খাইরাল মামা-তি, ওয়া ছাব্বিত্নী, ওয়া ছাক্কীল মাওয়াযি-নী, ওয়া হাক্কীক্ ঈমা-নী, ওয়ার্ফা'অ দারাজা-তি, ওয়া তাক্বাব্বাল সালা-তি, ওয়াগ্ফির খাত্বিয়াতি, ওয়া আসআলুকাদ্ দারাজা-তিল্ 'উলা মিনাল জান্নাতি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ফাওয়া-তি'হাল্ খাইরি, ওয়া খাওয়া-তিমাহু, ওয়াজাওয়া- মি'আহু, ওয়া আওয়ালাহু, ওয়া আ-খিরাহু ওয়া যা-হিরাহু, ওয়া বা-ত্বিনাহু, ওয়াদ্ দারাজা-তিল্ 'উলা মিনাল জান্নাতি, আ-মিন। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরা মা-আ-তি, ওয়া খাইরা মা আফ্'আলু, ওয়া খাইরা মা আ’মালু, ওয়া খাইরা মা বাত্বানা, ওয়া খাইরা মা যাহারা, ওয়াদ্ দারাজা-তিল্ 'উলা মিনাল জান্নাতি, আ-মিন। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা আন তারফা'আ যিক্রি, ওয়া তাদ্বা'আ উইঝরী, ওয়া তুস্লী'হা আমরী, ওয়া তুত্বাহ্ হিরা ক্বল্বী, ওয়া তুহাস্সীনা ফার্জী, ওয়া তুনাওয়্যিরা ক্বল্বী, ওয়া তাগ্ফিরা লী যাম্বী, ওয়া আসআলুকাদ্ দারাজা-তিল্ 'উলা মিনাল জান্নাতি, আ-মিন। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা আন তুবা-রিকা লী ফি নাফ্সী, ওয়াফী সাম’ঈ, ওয়াফী বাস্বারী, ওয়াফী রু’হী, ওয়াফী খাল্ক্বী, ওয়াফী খুলুক্বী, ওয়াফী আহ্লী, ওয়াফী মা'হ্ইয়া ইয়া, ওয়াফী মামা-তি, ওয়াফী 'আমালী, ফাতাক্বাব্বাল্ হাসানা-তি, ওয়া আসআলুকাদ্ দারাজা-তিল্ 'উলা মিনাল জান্নাতি, আ-মিন
"আল্লাহ্! আমি তোমার কাছে চাই চাওয়ার কল্যাণ, দোয়ার কল্যাণ ও সফলতার কল্যাণ, কাজের কল্যাণ ও প্রতিদানের কল্যাণ, এবং জীবনের কল্যাণ ও মৃত্যুর কল্যাণ। আমাকে দৃঢ়তা দাও, আমার (আমলের) ওজন ভারী করো, আমার ঈমান সুপ্রতিষ্ঠিত করে দাও, আমাকে সুউচ্চ মর্যাদা দাও, আমার সালাত কবুল করো, আমার গোনাহ মাফ করো, আমি তোমার কাছে জান্নাতে সুউচ্চ মর্যাদা চাই। হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই- কল্যাণের সূচনা ও সমাপ্তিসমূহ, সর্বব্যাপী কল্যাণ-যা আছে শুরুতে এবং শেষে, প্রকাশ্যে ও গোপনে আর জান্নাতে সুউচ্চ মর্যাদা। আমীন! হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই- আমার আগমনের কল্যাণ, আমার কৃতকর্মের কল্যাণ, আমার আমলের কল্যাণ, গোপন বিষয়াদির কল্যাণ ও প্রকাশ্য বিষয়াদির কল্যাণ, আর জান্নাতে সুউচ্চ মর্যাদা। আমীন! হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই- আমার স্মরণ বুলন্দ করে দাও, আমার বোঝা নামিয়ে দাও, আমার বিষয়াদি সংশোধন করে দাও, আমার অন্তর পবিত্র করে দাও, আমার যৌনতার সুরক্ষা দাও, আমার অন্তর আলোকিত করে দাও, আর আমার গোনাহ মাফ করে দাও। আমি তোমার কাছে জান্নাতে সুউচ্চ মর্যাদা চাই। আমীন! হে আল্লাহ্! তোমার কাছে চাই-আমাকে বরকত দাও আমার দেহসত্ত্বা, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিতে, আমার আত্মা ও দেহকাঠামোতে, আমার স্বভাবচরিত্র ও পরিবারের সদস্যদের মধ্যে, আমার জীবন, মরণ ও (যাবতীয়) কাজে। আমার ভালো কাজগুলো কবুল করো। আমি তোমার কাছে জান্নাতে সুউচ্চ মর্যাদা চাই। আমীন!"
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২
ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়া
যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়া
কোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়া
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২
কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
আল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়া
আনসার ও মুহাজিরদের জন্য দোয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪