০৫. হিদায়াত বা পথ-নির্দেশনা #২

নবী (ﷺ) রাতের বেলা উঠে সালাতের শুরুতে যে দোয়া পড়তেন, তার এক জায়গায় আছে -

اِهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি‌ বিইযনিকা ইন্নাকা তাহ্‌দী মান তাশা-উ ইলা- সিরা-তিম মুস্তাকীম

অনুবাদ

যে সত্য নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে, তোমার ইচ্ছায় আমাকে তার সঠিক পথ দেখিয়ে দাও। তুমি যাকে চাও, তাকে সঠিক পথের দিশা দিয়ে থাকো।

রেফারেন্সমুসলিমঃ ৭৭০

সেটিংস

বর্তমান ভাষা