৬৯৫. দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা

নবী (ﷺ) যে দোয়াটি অধিক পরিমাণে পড়তেন, তা হলো -

اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

আল্লা-হুম্মা আ-তিনা- ফিদ্ দুন্ইয়া- হাসানাতাওঁ ওয়াফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা- ‘আযা-বান না-র

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, কল্যাণ দাও আখিরাতে, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও!

আনাস (রাঃ) কোনও দোয়া করতে চাইলে, এ দোয়া করতেন; আর কোনও কিছুর প্রয়োজন দেখা দিলে, দোয়ার মধ্যে এ কথাগুলো উল্লেখ করতেন।

রেফারেন্সমুসলিমঃ ২৬৯০

সেটিংস

বর্তমান ভাষা