০৯. হিদায়াত বা পথ-নির্দেশনা #৬
হাসান ইবনু আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) আমাকে কয়েকটি বাক্য শিখিয়েছেন; আমি সেগুলো বিতরের কুনূতে পাঠ করি -
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِيْ فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
আল্লা-হুম্মাহ্ দিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা, ওয়া বা-রিক লী ফীমা- আ’ত্বাইতা, ওয়া ক্বিনী শার্রা মা- ক্বাদ্বাইতা, ফাইন্নাকা তাক্বদ্বী, ওয়ালা- ইউক্বদ্বা ‘আলাইকা, ইন্নাহু লা- ইয়াযিল্লু মান ওয়া-লাইতা, ওয়ালা- ইয়া’ইয্যু মান ‘আ-দাইতা, তাবা-রাক্তা রাব্বানা- ওয়া তা'আ-লাইতা
হে আল্লাহ্! আপনি যাদেরকে হেদায়াত করেছেন তাদের মধ্যে আমাকেও হেদায়াত দিন, আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন, আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে আমার অভিভাবকত্বও গ্রহণ করুন, আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। কারণ আপনিই চুড়ান্ত ফয়সালা দেন, আপনার বিপরীতে ফয়সালা দেওয়া হয় না। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না আপনি বরকতপূর্ণ হে আমাদের রব্ব! আর আপনি সুউচ্চ-সুমহান।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হিদায়াত বা পথ-নির্দেশনা #৪
দ্বীনের উপর অটল থাকার দোয়া
হিদায়াত বা পথ-নির্দেশনা #২
ইসলামের উপর অবিচল থাকার দোয়া
আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #২
হিদায়াত বা পথ-নির্দেশনা #৩
আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #১
সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষা
বান্দা তার রবের মুখাপেক্ষী #১
গুনাহ মাফ চাওয়া #১
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া
বান্দা তার রবের মুখাপেক্ষী #২