০৭. হিদায়াত বা পথ-নির্দেশনা #৪
Daily DuasProtectionIslamic PrayerCategory 1
আল্লাহ্র রাসূল (ﷺ) রাতের বেলা সালাতের শুরুতে যে দোয়া পড়তেন, তার একাংশে রয়েছে -
হিদায়াত বা পথ-নির্দেশনা #৪ আরবি
وَاهْدِنِيْ لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِيْ لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ
হিদায়াত বা পথ-নির্দেশনা #৪ উচ্চারণ
ওয়াহদিনী লিআহসানিল আখলা-ক্বি, লা ইয়াহ্দী লিআহ্সানিহা- ইল্লা আনতা। ওয়াসরিফ ‘আন্নী সায়্যিআহা- লা ইয়াসরিফু আন্নী সায়্যিআহা- ইল্লা আনতা
হিদায়াত বা পথ-নির্দেশনা #৪ অনুবাদ
আমাকে সবচেয়ে সুন্দর শিষ্টাচারের দিশা দাও! তুমি ছাড়া কেউ সুন্দর শিষ্টাচারের দিশা দিতে পারে না। আমার কাছ থেকে মন্দ আচরণ দূর করে দাও! তুমি ছাড়া আর কেউ মন্দ আচরণ দূর করতে পারে না।
রেফারেন্সমুসলিমঃ ৭৭১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
গুনাহ মাফ চাওয়া #১হিদায়াত বা পথ-নির্দেশনা #৬দ্বীনের উপর অটল থাকার দোয়াহিদায়াত বা পথ-নির্দেশনা #২গুনাহ মাফ চাওয়া #২গুনাহ মাফ চাওয়া #৩বান্দা তার রবের মুখাপেক্ষী #২দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়াজান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়াইসলামের উপর অবিচল থাকার দোয়ামন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়