৭২৮. ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া

আবূ মূসা আশআরি (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এ দোয়া পড়তেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِي فِي أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اَللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّيْ وَهَزَلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللَّهُمَ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

আল্লা-হুম্মাগ্‌ফির লী খাতিয়াতি ওয়া জাহ্‌লি ওয়া ইস্‌রা-ফি ফি আম্‌রি ওয়ামা- আনতা আ’লামু বিহি মিন্নী আল্লা-হুম্মাগ্‌ ফিরলী জিদ্দি ওয়া ‘হাযালি ওয়া ‘খাত্বায়ি ওয়া আমদ্বি ওয়া- কুল্লু যালিকা ইন্‌দি আল্লা-হুম্মাগ্‌ফির লী মা- ক্বাদ্দামতু ওয়ামা- আখ্‌খারতু ওয়ামা- আসর্‌রাতু ওয়ামা- আ’লান্‌তু ওয়ামা- আনতা আ’লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুআখ্‌খিরু ওয়া আন্‌তা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর

অনুবাদ

হে আল্লাহ্‌! আমার (এসব বিষয়) মাফ করে দাও আমার ভুলত্রুটি ও অজ্ঞতা (প্রসূত কাজ) এবং কাজ করতে গিয়ে আমি যেসব বাড়াবাড়ি করেছি যে-সকল (পাপের) বিষয়ে তুমি আমার চেয়ে ভালো জানো। হে আল্লাহ্‌! আমার (এসব বিষয়) মাফ করে দাও গুরুত্বের সঙ্গে অথবা তামাশা-বশত যেসব অন্যায় করেছি, এবং আমার ভুলত্রুটি ও ইচ্ছাকৃত অপরাধ; এ সবগুলোই আমার দ্বারা হয়েছে। হে আল্লাহ্‌! আমার (এসব বিষয়) মাফ করে দাও আগে-পরে আমি যেসব অন্যায় করেছি, যা-কিছু করেছি গোপনে ও প্রকাশ্যে, যেগুলো তুমি আমার চেয়ে ভালো জানো। আগ-পিছ করার ক্ষমতা কেবল তোমারই; তুমি সব কিছুর উপর ক্ষমতাবান৷

রেফারেন্সমুসলিমঃ ২৭১৯

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা