৭৭০. আল্লাহর মর্যাদা ও তাঁর অনুগ্রহ লাভ এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর প্রতিশোধ প্রার্থনা

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اَللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلَا مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلَا مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ. اَللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ. اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ، وَالْأَمْنَ يَوْمَ الْحَرْبِ، اَللَّهُمَّ عَائِذًا بِكَ مِنْ سُوءِ مَا أَعْطَيْتَنَا، وَشَرِّ مَا مَنَعْتَ مِنَّا. اَللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ. اَللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ، غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ. اَللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَيُكَذِّبُونَ رُسُلَكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ. اَللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ، إِلَهَ الْحَقِّ

আল্লা-হুম্মা লাকাল ‘হামদু কুল্লুহু, আল্লা-হুম্মা লা- ক্বা-বিদা লিমা-বাসাত্‌তা, ওয়ালা- মুক্বাররিবা লিমা- বা-’আদতা, ওয়ালা- মুবা’ইদা লিমা- ক্বররাবতা, ওয়ালা- মু'তিয়া লিমা- মানা'তা, ওয়ালা- মা-নি’আ লিমা- আ'তাইতা, আল্লা-হুম্মাব্‌ সূত্ব ‘আলাইনা- মিন বারাকা-তিকা, ওয়া রা’হ্‌মাতিকা ওয়া ফাদ্বলিকা, ওয়া রিয্‌ক্বিকা, আল্লা-হুম্মা ইন্নী আস ‘আলুকান্‌ নাঈমাল মুক্বীমাল লাযী লা- ইয়া’হুলু ওয়ালা- ইয়াযুলু, আল্লা-হুম্মা ইন্নী আস ‘আলুকান্‌ নাঈমা ইয়াওমাল ‘আইলাতি, ওয়াল আমনা ইয়াওমাল ‘হারবি, আল্লা-হুম্মা ‘আ-ইযান বিকা মিন সু-ই মা- আ'ত্বাইতানা- ওয়া শার্‌রি মা- মানা'তানা মিন্না, আল্লা-হুম্মা হাব্বিব ইলাইনাল ঈমা-না ওয়া যায়্যিনহু ফি ক্বুলুবিনা-, ওয়া কার্‌রিহ্‌ ইলাইনাল কূফরা ওয়াল ফুসুক্বা ওয়াল ‘‘ইস্‌ইয়া-না, ওয়াজ্‌- ‘আলনা- মিনার্‌ রা-শিদিন, আল্লা-হুম্মা তাওাফ্‌ফানা- মুসলিমিন, ওয়া আ’হ্‌ইয়িনা মুসলিমিন, ওয়া আলহিক্ব্‌না- বিস্‌ স্বা-লিহিনা গাইরা খাঝা-ইয়া ওয়ালা- মাফ্‌তুনিন, আল্লা-হুম্মা ক্বা-তিলীল কাফারাতাল্‌ লাযীনা ইয়াসুদ্দুনা ‘আন সাবিলিকা, ওয়া ইউকায্‌ যিবুনা রুসুলাকা, ওয়াজ্‌‘আল ‘আলাইহিম রিজ্‌ঝাকা ওয়া ‘‘আযা-বাকা, আল্লা-হুম্মা ক্বা-তিলীল কাফারাতাল্‌ লাযীনা উও'তূল কিতা-বা, ইলাহাল হাক্ক

অনুবাদ

হে আল্লাহ্‌! তোমার জন্য সকল প্রশংসা। হে আল্লাহ্‌! তুমি যা সম্প্রসারিত করো তা কেউ সংকুচিত করতে পারে না, তুমি যাকে দূরে ঠেলে দাও তাকে কেউ কাছে আনতে পারে না, তুমি যাকে কাছে টেনে নাও তাকে কেউ দূরে ঠেলে দিতে পারে না, তুমি যাকে না দাও তাকে কেউ দিতে পারে না এবং তুমি যাকে দান করো তাকে কেউ আটকে রাখতে পারে না। হে আল্লাহ্‌! তুমি আমাদের উপর তোমার বরকত, তোমার রহমাত, তোমার অনুগ্রহ এবং তোমার দেয়া রিফিক প্রসারিত করো। হে আল্লাহ্‌! আমি তোমার নিকট স্থায়ী নিয়ামত প্রার্থনা করি যা পরিবর্তন বা বিলীন হয় না। হে আল্লাহ্‌ ! আমি তোমার নিকট দুঃখের দিনে তোমার নিয়ামত ও যুদ্ধের দিনে তোমার নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ্‌! তুমি আমাকে যা দান করেছে তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। তুমি যা আমাকে দান করোনি তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। হে আল্লাহ্‌! তুমি আমাদের নিকট ঈমানকে প্রিয় বানাও, আমাদের অন্তরকে সৌন্দর্যময় করো এবং কুফর, পাপাচার ও বিদ্রোহকে আমাদের নিকট ঘৃণিত বানাও। তুমি আমাদেরকে হেদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ্‌! আমাদেরকে মুসলমানরূপে মৃত্যু দান করো, মুসলমানরূপে জীবিত রাখো এবং সৎকর্মশীল লোকদের সাথে মিলিত করো, অপমানিত ও বিপর্যস্তরূপে নয়। হে আল্লাহ্‌! তুমি কাফেরদের ধ্বংস করো, যারা তোমার পথে বাধা সৃষ্টি করে। তোমার ক্রোধ ও আযাব তাদের উপর অবতীর্ণ করো। হে আল্লাহ্‌! কিতাবপ্রাপ্ত কাফেরদের ধ্বংস করো। হে সত্য ইলাহ!

উবাইদ ইবনে রিফাআ আয-যুরাকী (র) থেকে বর্ণিতঃ তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন যখন মুশরিকরা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে চলে গেলো তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেনঃ তোমরা সারিবদ্ধভাবে সোজা হয়ে দাঁড়াও, যাতে আমি আমার মহামহিমান্বিত প্রতিপালকের প্রশংসা করতে পারি। অতএব সাহাবীগণ তাঁর পিছনে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকলেন। তিনি বলেনঃ (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহিহ। আদাবুল মুফরাদঃ ৬৯৯

সেটিংস

বর্তমান ভাষা