৭৭৫. আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, যে- "ব্যক্তি আল্লাহ্‌ ও তাঁর রাসূল (ﷺ)-কে মেনে নেয়, সালাত প্রতিষ্ঠা করে, রমাদান মাসে সিয়াম পালন করে, সে আল্লাহ্‌র রাস্তায় হিজরত করুক, কিংবা নিজ জন্মভূমিতে বসে থাকুক-তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্‌ তা'আলার দায়িত্ব। সাহাবীগণ বলেন, “আমরা কি লোকদেরকে এ সংবাদ দেবো না?” নবী (ﷺ) বলেন, “জান্নাতে একশ মর্যাদা আছে, যা আল্লাহ্‌ তা'আলা তাঁর পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রতি দুটি মর্যাদার মাঝখানে ব্যবধান হলো আকাশ ও পৃথিবীর মধ্যকার ব্যবধানের মতো। তোমরা আল্লাহ্‌র কাছে চাইলে, (জান্নাতুল) ফিরদাউস চাইবে; কারণ তা হলো জান্নাতের মধ্যমণি এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর; সনদের বর্ণনাকারী বলেন, আমার মনে হয় নবী (ﷺ) আরও বলেছেন, এর উপর রয়েছে দয়াময়ের আরশ; সেখান থেকে প্রবাহিত হয় জান্নাতের ঝরনাসমূহ৷”

রেফারেন্সবুখারীঃ ২৭৯০

সেটিংস

বর্তমান ভাষা