৭৭৫. আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, যে- "ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ)-কে মেনে নেয়, সালাত প্রতিষ্ঠা করে, রমাদান মাসে সিয়াম পালন করে, সে আল্লাহ্র রাস্তায় হিজরত করুক, কিংবা নিজ জন্মভূমিতে বসে থাকুক-তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্ তা'আলার দায়িত্ব। সাহাবীগণ বলেন, “আমরা কি লোকদেরকে এ সংবাদ দেবো না?” নবী (ﷺ) বলেন, “জান্নাতে একশ মর্যাদা আছে, যা আল্লাহ্ তা'আলা তাঁর পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রতি দুটি মর্যাদার মাঝখানে ব্যবধান হলো আকাশ ও পৃথিবীর মধ্যকার ব্যবধানের মতো। তোমরা আল্লাহ্র কাছে চাইলে, (জান্নাতুল) ফিরদাউস চাইবে; কারণ তা হলো জান্নাতের মধ্যমণি এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর; সনদের বর্ণনাকারী বলেন, আমার মনে হয় নবী (ﷺ) আরও বলেছেন, এর উপর রয়েছে দয়াময়ের আরশ; সেখান থেকে প্রবাহিত হয় জান্নাতের ঝরনাসমূহ৷”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫
আল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়া
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২
ক্রোধ দূর করার দোয়া
সঠিক দিকনির্দেশনা এবং নফসের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া
উদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়া
পথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়া
যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়া
ক্ষমা চাওয়ার দোয়া
ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়া
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া