৭৯৭. মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
আর স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, ‘নিশ্চয় আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করছি’। (সূরা আল-আনফাল ৮:৯)
কিবলামুখী হয়ে দু'হাত প্রসারিত করে তিনি (রাসুলুল্লাহ ﷺ) নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন; এক পর্যায়ে তাঁর দু' কাঁধ থেকে চাদরটি পড়ে যায়। আবু বকর (রাঃ) এসে চাদরটি নিয়ে তাঁর দু' কাঁধের উপর রেখে দেন। তারপর তাঁকে পেছন থেকে ধরে বলেন, “হে আল্লাহ্র নবী (ﷺ) আপনার রবের কাছে যে মিনতি পেশ করেছেন, তা আপনার জন্য যথেষ্ট; তিনি আপনাকে যার ওয়াদা দিয়েছেন, অচিরেই তিনি তা আপনাকে দেবেন।” এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা নাযিল করেন-(উপরে উল্লেখিত আয়াত) এরপর আল্লাহ্ তাঁকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আল্লাহ্র সাহায্য #১
আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া
আল্লাহ্র সাহায্য #২
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১
সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া
কারও ব্যবসায় বরকতের জন্য দোয়া
বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া
আনাস (রাঃ) এর কারামত
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়া
অপর মু'মিনের জন্য দোয়া