৭৯৭. মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য আরবি

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য অনুবাদ

আর স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, ‘নিশ্চয় আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করছি’। (সূরা আল-আনফাল ৮:৯)

কিবলামুখী হয়ে দু'হাত প্রসারিত করে তিনি (রাসুলুল্লাহ ﷺ) নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন; এক পর্যায়ে তাঁর দু' কাঁধ থেকে চাদরটি পড়ে যায়। আবু বকর (রাঃ) এসে চাদরটি নিয়ে তাঁর দু' কাঁধের উপর রেখে দেন। তারপর তাঁকে পেছন থেকে ধরে বলেন, “হে আল্লাহ্‌র নবী (ﷺ) আপনার রবের কাছে যে মিনতি পেশ করেছেন, তা আপনার জন্য যথেষ্ট; তিনি আপনাকে যার ওয়াদা দিয়েছেন, অচিরেই তিনি তা আপনাকে দেবেন।” এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন-(উপরে উল্লেখিত আয়াত) এরপর আল্লাহ্‌ তাঁকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন।

রেফারেন্সমুসলিমঃ ১৭৬৩

সেটিংস

বর্তমান ভাষা