৭৯৮. মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১
ইবনু আব্বাস (রাঃ) বলেন, (বদর যুদ্ধে) একজন মুসলিম তার সামনে-থাকা এক মুশরিককে তীব্রবেগে ধাওয়া করেন। এমন সময় তিনি তার উপরের দিকে আচমকা একটি আওয়াজ শুনতে পান। অশ্বারোহী আওয়াজ করে বলছে, “হাইযূম! [১] সামনে চলো!” এরপর তিনি তার সামনের মুশরিকের দিকে তাকিয়ে দেখেন, সে চিত হয়ে পড়ে গিয়েছে। তার দিকে (ভালোভাবে) নজর দিয়ে দেখেন-তার নাক ভেঙে গিয়েছে, চেহারা কেটে গিয়েছে, যেন কেউ চাবুক দিয়ে আঘাত করেছে, এবং তার পুরো চেহারা নীল হয়ে গিয়েছে। ওই আনসার সাহাবী এসে আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এ ঘটনা জানালে, তিনি বলেন -“তোমার কথা সত্য। সেটি ছিল তৃতীয় আসমান থেকে পাঠানো লোকবলের অংশ!” সেদিন তারা (কাফিরদের) সত্তর জনকে হত্যা আর সত্তর জনকে বন্দি করেন। [২]
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অপর মু'মিনের জন্য দোয়া
আল্লাহ্র সাহায্য #১
সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া
আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া
আনাস (রাঃ) এর কারামত
উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া
আহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া
কারও ব্যবসায় বরকতের জন্য দোয়া
মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #২
মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
বান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়া