৭৯৮. মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 39
ইবনু আব্বাস (রাঃ) বলেন, (বদর যুদ্ধে) একজন মুসলিম তার সামনে-থাকা এক মুশরিককে তীব্রবেগে ধাওয়া করেন। এমন সময় তিনি তার উপরের দিকে আচমকা একটি আওয়াজ শুনতে পান। অশ্বারোহী আওয়াজ করে বলছে, “হাইযূম! [১] সামনে চলো!” এরপর তিনি তার সামনের মুশরিকের দিকে তাকিয়ে দেখেন, সে চিত হয়ে পড়ে গিয়েছে। তার দিকে (ভালোভাবে) নজর দিয়ে দেখেন-তার নাক ভেঙে গিয়েছে, চেহারা কেটে গিয়েছে, যেন কেউ চাবুক দিয়ে আঘাত করেছে, এবং তার পুরো চেহারা নীল হয়ে গিয়েছে। ওই আনসার সাহাবী এসে আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এ ঘটনা জানালে, তিনি বলেন -“তোমার কথা সত্য। সেটি ছিল তৃতীয় আসমান থেকে পাঠানো লোকবলের অংশ!” সেদিন তারা (কাফিরদের) সত্তর জনকে হত্যা আর সত্তর জনকে বন্দি করেন। [২]
রেফারেন্স[১] ফেরেশতাকে বহনকারী ঘোড়ার নাম (অনুবাদক)
[২] মুসলিমঃ ১৭৬৩
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়াআনাস (রাঃ) এর কারামতহুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়াবদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়াঅপর মু'মিনের জন্য দোয়াকারও ব্যবসায় বরকতের জন্য দোয়াশত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়াআবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়াআহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়াআল্লাহ্র সাহায্য #১মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #২উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া