৭৮৬. আল্লাহ্‌র সাহায্য #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

আল্লাহ্‌র সাহায্য #২ আরবি

اَلَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّـهُ وَنِعْمَ الْوَكِيلُ ﴿١٧٣﴾ فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّـهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّـهِ ۗ وَاللَّـهُ ذُو فَضْلٍ عَظِيمٍ ﴿١٧٤﴾

আল্লাহ্‌র সাহায্য #২ অনুবাদ

(১৭৩) যাদেরকে মানুষেরা বলেছিল যে, ‘নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে। সুতরাং তাদেরকে ভয় কর’। কিন্তু তা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, ‘আল্লাহ্‌ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক’! (১৭৪) অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহ্‌র পক্ষ থেকে নিআমত ও অনুগ্রহসহ। কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহ্‌র সন্তুষ্টির অনুসরণ করেছিল। আর আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল।

রেফারেন্সসূরা আল-ইমরানঃ ৩:১৭৩-১৭৪

সেটিংস

বর্তমান ভাষা