৭৯৫. সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া

اَللَّهُمَّ اصْرَعْهُ

আল্লা-হুম্মাস্‌‌ রা‘অ্‌হু

অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি তাকে (ঘোড়ার পিঠ থেকে) ফেলে দাও!

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহ্‌র নবী (ﷺ) যখন মদীনায় এলেন তখন উষ্ট্রে পৃষ্ঠে আবূ বকর (রাঃ) তাঁর পশ্চাতে ছিলেন। আবূ বকর (রাঃ) ছিলেন বয়োজ্যেষ্ঠ ও পরিচিত। আর নবী (ﷺ) ছিলেন জাওয়ান এবং অপরিচিত। তখন বর্ননাকারী বলেন, যখন আবূ বকরের সঙ্গে কারো সাক্ষাৎ হত, সে জিজ্ঞেস করত হে আবূ বকর (রাঃ)! তোমার সম্মুখে উপবিষ্ট ঐ ব্যক্তি কে? আবূ বকর (রাঃ) বলতেন, তিনি আমার পথ প্রদর্শক। রাবী বলেন, প্রশ্নকারী সাধারন পথ মনে করত এবং তিনি সত্যপথ উদ্দেশ্য করতেন। তারপর একবার আবূ বকর (রাঃ) পিছনে চেয়ে হঠাৎ দেখতে পেলেন এক ঘোড় সওয়ার তাদের কাছেই এসে পড়েছে। তখন তিনি বললেন, হে আল্লাহ্‌র রসূল! এই যে একজন ঘোড় সওয়ার আমাদের পিছনে প্রায় কাছে পৌঁছে গেছে। তখন নবী (ﷺ) পিছনের দিকে তাকিয়ে দু’আ করলেন - (উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সবুখারীঃ ৩৯১১

সেটিংস

বর্তমান ভাষা