৭৯৯. মুজাহিদদের উপর আল্লাহ্‌র সাহায্য #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

মুজাহিদদের উপর আল্লাহ্‌র সাহায্য #২ আরবি

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَّمْ تَرَوْهَا ۚ وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا ﴿٩﴾ إِذْ جَاءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا ﴿١٠﴾ هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ﴿١١﴾

মুজাহিদদের উপর আল্লাহ্‌র সাহায্য #২ অনুবাদ

(৯) হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহ্‌র নিআমতকে স্মরণ করো, যখন সেনাবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল, তখন আমি তাদের উপর প্রবল বায়ু ও সেনাদল প্রেরণ করলাম যা তোমরা দেখনি। আর তোমরা যা করো আল্লাহ্‌ তার সম্যক দ্রষ্টা। (১০) যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কন্ঠ পর্যন্ত পৌঁছেছিল। আর তোমরা আল্লাহ্‌ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে। (১১) তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল।

রেফারেন্স[১] সূরা আল-আহযাবঃ ৩৩:৯-১১ [২] যাদুল মা'আদঃ ৩/২৭৪

সেটিংস

বর্তমান ভাষা