৭৯০. অপর মু'মিনের জন্য দোয়া
اَللَّهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِمُ الْمُؤْمِنِيْنَ
আল্লা-হুম্মা হাব্বিব উবাইদাকা হাযা- ওয়া উম্মাহু ইলা ইবা‘দিকাল্ মুঅ্মিনিন, ওয়া হাব্বিব ইলাই‘হিমুল মুঅ্মিনিন
হে আল্লাহ্! তোমার এ ক্ষুদ্র বান্দা ও তার মাকে তোমার মুমিন বান্দাদের কাছে প্রিয় করে তোলো আর মুমিনদেরকে তাদের কাছে প্রিয় করে দাও!
এরপর আল্লাহ্র নবী (ﷺ) এর দোয়া পেয়ে খুশিমনে বেরিয়ে পড়ি। (বাড়িতে) এসে দরজার কাছে গিয়ে দেখি তা বন্ধ। আমার পায়ের আওয়াজ শুনে আমার মা বলেন, 'আবু হুরায়রা! একটু দাড়াও!" আমি পানি নাড়াচাড়ার শব্দ শুনতে পাই। তিনি গোসল করে জামা পরেন। এরপর চাদর গায়ে দিয়ে দরজা খুলে বলেন, “আবু হুরায়রা! আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া সত্য কোনও মা’বুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও বার্তাবাহক। আমি আল্লাহ্র রাসূল (ﷺ) এর কাছে ফিরে আসি। আমার চোখে তখন আনন্দের অশ্রু। এসে বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) সুসংবাদ নিন আল্লাহ্ আপনার ডাকে সাড়া দিয়েছেন, তিনি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়েছেন!" এ কথা শুনে তিনি আল্লাহ্র প্রশংসা-স্তুতি বর্ণনা করেন এবং কিছু কল্যাণজনক কথা বলেন। আমি বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আল্লাহ্র কাছে দোয়া করুন, তিনি যেন তার বান্দাদের কাছে আমাকে ও আমার মাকে প্রিয় করে দেন এবং তাদেরকে আমাদের কাছে প্রিয় করে দেন। তখন আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন - (উপরে উল্লেখিত দোয়া) এরপর আল্লাহ্র সৃষ্টি-করা যে মুমিনই আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে, সে-ই আমাকে ভালোবেসেছে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কারও ব্যবসায় বরকতের জন্য দোয়া
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #২
আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া
আনাস (রাঃ) এর কারামত
আল্লাহ্র সাহায্য #১
মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য
উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া
বান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়া
হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া
সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া
আল্লাহ্র সাহায্য #২