৭৮৪. বান্দার ডাকে আল্লাহ্‌ তা'আলার সাড়া দেয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

আল্লাহ্‌ তা'আলা বলেন -

বান্দার ডাকে আল্লাহ্‌ তা'আলার সাড়া দেয়া আরবি

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ ﴿٩﴾ وَمَا جَعَلَهُ اللَّـهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ ۚ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِندِ اللَّـهِ ۚ إِنَّ اللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿١٠﴾

বান্দার ডাকে আল্লাহ্‌ তা'আলার সাড়া দেয়া অনুবাদ

(৯) আর স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, ‘নিশ্চয় আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করছি’। (১০) আর আল্লাহ্‌ তো তা করেছেন কেবল সুসংবাদস্বরূপ এবং যাতে এর দ্বারা তোমাদের অন্তরসমূহ প্রশান্ত হয় এবং সাহায্য তো আল্লাহ্‌র পক্ষ থেকেই। নিশ্চয় আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

রেফারেন্সসূরা আল-আনফালঃ ৮:৯-১০

সেটিংস

বর্তমান ভাষা