৭৯১. উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া

ঘটনাটি ছিল এ রকম: একটি ভেড়া কেনার জন্য নবী (ﷺ) তাকে এক দীনার দিয়েছিলেন। তিনি ওই দীনার দিয়ে নবী (ﷺ) এর জন্য দুটি ভেড়া কিনেন। তারপর এক দীনারের বিনিময়ে একটি ভেড়া বিক্রি করে দেন। এরপর এক দীনার ও একটি ভেড়া নিয়ে নবী (ﷺ)-এর কাছে আসেন। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) তার বেচাকেনায় বরকতের জন্য দোয়া করেন। এর পর তিনি ধুলাবালি কিনলে, তাতেও তার লাভ হতো।

রেফারেন্সবুখারীঃ ৩৬৪২

সেটিংস

বর্তমান ভাষা