৭৯১. উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 39
ঘটনাটি ছিল এ রকম: একটি ভেড়া কেনার জন্য নবী (ﷺ) তাকে এক দীনার দিয়েছিলেন। তিনি ওই দীনার দিয়ে নবী (ﷺ) এর জন্য দুটি ভেড়া কিনেন। তারপর এক দীনারের বিনিময়ে একটি ভেড়া বিক্রি করে দেন। এরপর এক দীনার ও একটি ভেড়া নিয়ে নবী (ﷺ)-এর কাছে আসেন। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) তার বেচাকেনায় বরকতের জন্য দোয়া করেন। এর পর তিনি ধুলাবালি কিনলে, তাতেও তার লাভ হতো।
রেফারেন্সবুখারীঃ ৩৬৪২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়াবদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়াশত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়াহুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়াবান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়াআনাস (রাঃ) এর কারামতআনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়াআল্লাহ্র সাহায্য #২মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #২শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়াকারও ব্যবসায় বরকতের জন্য দোয়ামুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১