৭৯৬. বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া
اَللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اَللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اَللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدُ فِي الْأَرْضِ
আল্লা-হুম্মা আন্জিয্ লি মা- ওয়া- আদ্‘তানি, আল্লা-হুম্মা আ-তি মা- ওয়া- আদ্‘তানি, আল্লা-হুম্মা ইন- তুহ্লিক্ হা‘যিহিল ইস্বা‘বাতা মিন আহ্লিল ইসলা-মি লা তু'অ্বাদু ফিল আর্দ্বি
হে আল্লাহ্! আমাকে-দেওয়া প্রতিশ্রুতি পুরা করো। হে আল্লাহ্! আমার সঙ্গে ওয়াদাকৃত বিষয় আমাকে দাও। হে আল্লাহ্! তুমি যদি এ ক্ষুদ্র দলটি ধ্বংস করে দাও যারা ইসলামের অনুসরণ করছে, তা হলে পৃথিবীতে আর তোমার গোলামি করা হবে না।
উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন আল্লাহ্র রাসূল (ﷺ) মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন তাদের সংখ্যা হাজার খানেক, আর তাঁর সাহাবীদের সংখ্যা তিনশত এবং উনিশ জন। এরপর আল্লাহ্র নবী (ﷺ) কিবলামুখী হয়ে নিজের হাতদুটি প্রসারিত করেন এবং নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
আনাস (রাঃ) এর কারামত
আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়া
আল্লাহ্র সাহায্য #১
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
মুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১
বান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়া
অপর মু'মিনের জন্য দোয়া
সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া
মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য
আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া
আল্লাহ্র সাহায্য #২