৭৯৬. বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া আরবি

اَللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اَللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اَللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدُ فِي الْأَرْضِ

বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা আন্‌জিয্‌ লি মা- ওয়া- আদ্‌‘তানি, আল্লা-হুম্মা আ-তি মা- ওয়া- আদ্‌‘তানি, আল্লা-হুম্মা ইন- তুহ্‌লিক্‌ হা‘যিহিল ইস্বা‘বাতা মিন আহ্‌লিল ইসলা-মি লা তু'অ্‌বাদু ফিল আর্‌দ্বি

বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে-দেওয়া প্রতিশ্রুতি পুরা করো। হে আল্লাহ্‌! আমার সঙ্গে ওয়াদাকৃত বিষয় আমাকে দাও। হে আল্লাহ্‌! তুমি যদি এ ক্ষুদ্র দলটি ধ্বংস করে দাও যারা ইসলামের অনুসরণ করছে, তা হলে পৃথিবীতে আর তোমার গোলামি করা হবে না।

উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন আল্লাহ্‌র রাসূল (ﷺ) মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন তাদের সংখ্যা হাজার খানেক, আর তাঁর সাহাবীদের সংখ্যা তিনশত এবং উনিশ জন। এরপর আল্লাহ্‌র নবী (ﷺ) কিবলামুখী হয়ে নিজের হাতদুটি প্রসারিত করেন এবং নিজের রবের কাছে এভাবে মিনতি পেশ করতে থাকেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সমুসলিমঃ ১৭৬৩

সেটিংস

বর্তমান ভাষা