৮০০. আহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া

اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اِهْزِمِ الْأَحْزَابَ اَللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

আল্লা-হুম্মা মুন্‌যিলাল কিতা-বি সারি‘আল হিসা-বি ইহ্‌‘ঝিমিল আহ্‌ঝা-বা, আল্লা-হুম্মাহ্‌ ঝিম্‌হুম্‌ ওয়া- ঝাল্‌ঝিল্‌হুম

অনুবাদ

হে আল্লাহ্‌, কিতাব-নাযিলকারী! দ্রুত হিসাবগ্রহণকারী! তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত করো! হে আল্লাহ্‌! তুমি তাদের পরাজিত করো এবং তাদের প্রকম্পিত করে তোলো।

আহযাব যুদ্ধে যারা আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, তারা ছিল পাঁচ ধরনের: মক্কার মুশরিক, আরবের বিভিন্ন গোত্রের মুশরিক, মদীনার বাইরে-থেকে-আসা ইয়াহুদি, বানু কুরাইযা ও মুনাফিক। পরিখার সামনে উপস্থিত কাফিরদের সংখ্যা ছিল দশ হাজার; আর নবী (ﷺ)-এর সঙ্গে-থাকা মুসলিমদের সংখ্যা ছিল তিন হাজার। তারা নবী (ﷺ)-কে এক মাস যাবৎ ঘেরাও করে রাখে। ওই সময় তাদের মধ্যে কোনও লড়াই হয়নি; তবে একটি ঘটনা ছিল এর ব্যতিক্রম আমর ইবনু উদ্দ আমিরি'র সঙ্গে আলী ইবনু আবী তালিব (রাঃ) এর লড়াই হয়, তাতে আলী (রাঃ) তাকে হত্যা করে। সেটি ছিল হিজরি চতুর্থ বর্ষের ঘটনা। (ওই যুদ্ধের সময়) আল্লাহ্‌র রাসূল (ﷺ) তাদের বিরুদ্ধে দোয়ায় বলেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সমুসলিমঃ ১৭৪২

সেটিংস

বর্তমান ভাষা