৮০১. হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া
شَاهَتِ الْوُجُوْهُ
হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া উচ্চারণ
শা‘হাতিল উযুহ
হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া অনুবাদ
চেহারাগুলো বিকৃত হোক!
সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর হুনাইন যুদ্ধের বিবরণীতে তিনি বলেন, শত্রুবাহিনী আল্লাহ্র রাসূল (ﷺ)-কে চারদিক থেকে ঘিরে ফেললে, তিনি খচ্চর থেকে নেমে একমুষ্টি মাটি নেন। এরপর তাদের চেহারার দিকে মুখ করে বলেন -(দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এরপর সেখানে উপস্থিত আল্লাহ্র-সৃষ্টি-করা প্রত্যেক মানুষের চোখে ওই একমুঠ মাটি ভরে যায়। এর ফলে তারা (সেখান থেকে) পালিয়ে যায় এবং আল্লাহ্ তা'আলা তাদের পরাজিত করেন। এরপর আল্লাহ্র রাসূল (ﷺ) তাদের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ মুসলিমদের মধ্যে বণ্টন করে দেন।
রেফারেন্সমুসলিমঃ ১৭৭৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়াউরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়াঅপর মু'মিনের জন্য দোয়াআনাস (রাঃ) এর কারামতমুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #২মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্যআবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়াআল্লাহ্র সাহায্য #১আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়ামুজাহিদদের উপর আল্লাহ্র সাহায্য #১শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়াসূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া