৮০১. হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া আরবি

شَاهَتِ الْوُجُوْهُ

হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া উচ্চারণ

শা‘হাতিল উযুহ

হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া অনুবাদ

চেহারাগুলো বিকৃত হোক!

সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর হুনাইন যুদ্ধের বিবরণীতে তিনি বলেন, শত্রুবাহিনী আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে চারদিক থেকে ঘিরে ফেললে, তিনি খচ্চর থেকে নেমে একমুষ্টি মাটি নেন। এরপর তাদের চেহারার দিকে মুখ করে বলেন -(দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এরপর সেখানে উপস্থিত আল্লাহ্‌র-সৃষ্টি-করা প্রত্যেক মানুষের চোখে ওই একমুঠ মাটি ভরে যায়। এর ফলে তারা (সেখান থেকে) পালিয়ে যায় এবং আল্লাহ্‌ তা'আলা তাদের পরাজিত করেন। এরপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) তাদের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ মুসলিমদের মধ্যে বণ্টন করে দেন।

রেফারেন্সমুসলিমঃ ১৭৭৭

সেটিংস

বর্তমান ভাষা