৭৯৪. শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

নবী (ﷺ) এর আওয়াজ শুনে তাদের হাসি মিলিয়ে যায় এবং তাঁর দোয়ায় তারা ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে। এরপর নবী (ﷺ) বলেন -

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া আরবি

اَللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ وَعُتْبَةَ بْنِ رَبِيْعَةَ وَشَيْبَةَ بْنِ رَبِيْعَةَ وَالْوَلِيْدِ بْنِ عُقْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِيْ مُعَيْطٍ

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা 'আলাইকা বি‘আবি জাহ্‌ল ইবন হিশাম, ওয়া উত্‌বাহ ইবন রবীআহ, ওয়া শাইবাহ ইবন রবীআহ, ওয়াল ওয়ালীদ ইবন উক্‌বাহ, ওয়া উমাইয়াহ ইবন খালাফ ওয়া উক্‌বাহ ইবন আবী মুআইত

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আবু জাহলো ইবনু হিশাম, উতবা ইবনু রবীআ, শাইবা ইবনু রবীআ, ওয়ালীদ ইবনু উকবা, উমাইয়া ইবনু খালাফ ও উকবা ইবনু আবী মুআইত - তুমি এসকল লোকদের বিচার করো।

ইবনু মাসউদ (রাঃ) বলেন, ‘শপথ সেই সত্তার, যিনি মুহাম্মাদ (ﷺ) কে সত্য দিয়ে পাঠিয়েছেন! যাদের নাম উল্লেখ করা হলো, বদরে আমি তাদের লাশ পড়ে থাকতে দেখেছি। এরপর তাদের লাশ বদরের কুয়োর দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। অপর এক বর্ণনায় আছে, ‘শপথ আল্লাহ্‌র! বদরে আমি তাদের লাশ পড়ে থাকতে দেখেছি। সূর্যের উত্তাপে তাদের লাশ বিকৃত হয়ে গিয়েছিল। সেদিন ছিল প্রচণ্ড গরম।

রেফারেন্সমুসলিমঃ ১৭৯৪

সেটিংস

বর্তমান ভাষা