৭৯৪. শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
নবী (ﷺ) এর আওয়াজ শুনে তাদের হাসি মিলিয়ে যায় এবং তাঁর দোয়ায় তারা ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে। এরপর নবী (ﷺ) বলেন -
اَللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ وَعُتْبَةَ بْنِ رَبِيْعَةَ وَشَيْبَةَ بْنِ رَبِيْعَةَ وَالْوَلِيْدِ بْنِ عُقْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِيْ مُعَيْطٍ
আল্লা-হুম্মা 'আলাইকা বি‘আবি জাহ্ল ইবন হিশাম, ওয়া উত্বাহ ইবন রবীআহ, ওয়া শাইবাহ ইবন রবীআহ, ওয়াল ওয়ালীদ ইবন উক্বাহ, ওয়া উমাইয়াহ ইবন খালাফ ওয়া উক্বাহ ইবন আবী মুআইত
হে আল্লাহ্! আবু জাহলো ইবনু হিশাম, উতবা ইবনু রবীআ, শাইবা ইবনু রবীআ, ওয়ালীদ ইবনু উকবা, উমাইয়া ইবনু খালাফ ও উকবা ইবনু আবী মুআইত - তুমি এসকল লোকদের বিচার করো।
ইবনু মাসউদ (রাঃ) বলেন, ‘শপথ সেই সত্তার, যিনি মুহাম্মাদ (ﷺ) কে সত্য দিয়ে পাঠিয়েছেন! যাদের নাম উল্লেখ করা হলো, বদরে আমি তাদের লাশ পড়ে থাকতে দেখেছি। এরপর তাদের লাশ বদরের কুয়োর দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। অপর এক বর্ণনায় আছে, ‘শপথ আল্লাহ্র! বদরে আমি তাদের লাশ পড়ে থাকতে দেখেছি। সূর্যের উত্তাপে তাদের লাশ বিকৃত হয়ে গিয়েছিল। সেদিন ছিল প্রচণ্ড গরম।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সূরাকা ইবনু মালিকের বিরুদ্ধে নবী (ﷺ)-এর দোয়া
বান্দার ডাকে আল্লাহ্ তা'আলার সাড়া দেয়া
হুনাইন যুদ্ধের দিন নবী (ﷺ)-এর দোয়া
অপর মু'মিনের জন্য দোয়া
আল্লাহ্র সাহায্য #১
আনাস (রাঃ) এর কারামত
আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়া
উরওয়া ইবনু আবিল জা'দ বারিকি (রাঃ) এর জন্য নবী (ﷺ) এর দোয়া
বদর যুদ্ধের দিন নবী (ﷺ) এর দোয়া
শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া
মু'মিনদের দোয়া ও আল্লাহর সাহায্য
কারও ব্যবসায় বরকতের জন্য দোয়া