৭৮৯. আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া আরবি

اَللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ

আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া উচ্চারণ

আল্লা- হুম্মা‘হ্‌দি উম্মি আবি হুরায়রা

আবু হুরায়রা (রাঃ) ও তাঁর মায়ের জন্য নবী (ﷺ) এর দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও!

নবী (ﷺ) আবু হুরায়রা (রাঃ) এর মায়ের জন্য দোয়া করার সঙ্গে সঙ্গেই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, “আমার মা ছিল এক মুশরিক নারী। আমি তাকে ইসলামের দিকে ডাকতাম। একদিন তাকে (ইসলামের) দাওয়াত দিলে, তিনি আমাকে আল্লাহ্‌র রাসূল (ﷺ) সম্পর্কে এমন এক কথা শুনিয়ে দেন, যা আমার কাছে অত্যন্ত অপছন্দনীয় ঠেকে। এর পরিপ্রেক্ষিতে আমি কাঁদতে কাঁদতে নবী (ﷺ) এর কাছে এসে বলি, “হে আল্লাহ্‌র রাসূল আমি আমার মাকে ইসলামের দিকে ডাকতাম, কিন্তু তিনি (ইসলাম গ্রহণ করতে) অস্বীকৃতি জানাতেন। আজ তাকে ইসলামের দাওয়াত দিলাম। এর ফলে তিনি আমাকে আপনার সম্পর্কে অপছন্দনীয় কথা শুনিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ্‌র কাছে দোয়া করুন, যাতে তিনি আবু হুরায়রার মাকে হিদায়াত দেন। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সমুসলিমঃ ২৪৯১

সেটিংস

বর্তমান ভাষা