৭৯৩. শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 39

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া আরবি

اَللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা 'আলাইকা বি‘কুরাইশ

শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি কুরাইশদের বিচার করো!

নবী (ﷺ) তাঁর কয়েকজন শত্রুর বিরুদ্ধে দোয়া করেছিলেন এবং সেগুলোর সাড়া পেতে বেশি সময় লাগেনি। এর মধ্যে একটি ছিল: মক্কাতে মুশরিকরা আল্লাহ্‌র রাসূল (ﷺ) কে কষ্ট দিত। (একদিন) নবী (ﷺ) সিজদায় গেলে তাঁর দু' কাঁধের মাঝখানে উটের পচা নাড়িভুড়ি ফেলে দেওয়ার জন্য, আবু জাহেল কিছু লোককে নির্দেশ দেয়। পরিশেষে এ কাজটি করে উকবা ইবনু আবী মুআইত। নবী (ﷺ) সালাত শেষে উচ্চ আওয়াজে তাদের বিরুদ্ধে বদদোয়া করে তিনবার বলেন -(উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সমুসলিমঃ ১৭৯৪

সেটিংস

বর্তমান ভাষা