৭৯৩. শত্রুর বিরুদ্ধে নবী (ﷺ) দোয়া

اَللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ

আল্লা-হুম্মা 'আলাইকা বি‘কুরাইশ

অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি কুরাইশদের বিচার করো!

নবী (ﷺ) তাঁর কয়েকজন শত্রুর বিরুদ্ধে দোয়া করেছিলেন এবং সেগুলোর সাড়া পেতে বেশি সময় লাগেনি। এর মধ্যে একটি ছিল: মক্কাতে মুশরিকরা আল্লাহ্‌র রাসূল (ﷺ) কে কষ্ট দিত। (একদিন) নবী (ﷺ) সিজদায় গেলে তাঁর দু' কাঁধের মাঝখানে উটের পচা নাড়িভুড়ি ফেলে দেওয়ার জন্য, আবু জাহেল কিছু লোককে নির্দেশ দেয়। পরিশেষে এ কাজটি করে উকবা ইবনু আবী মুআইত। নবী (ﷺ) সালাত শেষে উচ্চ আওয়াজে তাদের বিরুদ্ধে বদদোয়া করে তিনবার বলেন -(উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সমুসলিমঃ ১৭৯৪

সেটিংস

বর্তমান ভাষা