৭২৭. দুনিয়া ও কবরের পরীক্ষা থেকে আশ্রয় চাওয়া
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল বুখ্লি ওয়া আ‘উযু বিকা মিনাল জুব্নি ওয়া আ‘উযু বিকা মিন আন উরাদ্দা ইলা- আরযালিল 'উমুরি ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিদ দুনইয়া- ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল, ক্বাব্র
হে আল্লাহ্! আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই ভীরুতা থেকে তোমার কাছে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই, যেন নিকৃষ্টতর বয়সে পৌঁছে না যাই; তোমার কাছে দুনিয়ার পরীক্ষা থেকে আশ্রয় চাই; আর তোমার কাছে আশ্রয় চাই কবরের পরীক্ষা থেকে।
শিক্ষক যেভাবে বাচ্চাদের হাতের লেখা শেখায়, সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) তার ছেলেদের এসব বাক্য সেভাবে শেখাতেন। আর তিনি বলতেন, সালাতের শেষের দিকে আল্লাহ্র রাসূল (ﷺ) এসব বিষয়ে (আল্লাহ্র কাছে) আশ্রয় চাইতেন – (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
আল্লাহ্র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়া
আল্লাহ্র চেহারায় তাকানোর নিয়ামত লাভের দোয়া
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২
আল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়া
উদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়া
তাওবা করা ও ক্ষমা চাওয়া
ক্ষমা চাওয়ার দোয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #১
ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়া
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া