৭৬৩. যিক্‌র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়া

নবী (ﷺ) বলেন, তোমরা কি দোয়ায় সর্বশক্তি নিয়োগ করতে চাও? (তা হলে) বলো -

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

আল্লা-হুম্মা, আ’ইন্নী‌ ‘আলা- যিক্‌রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবা-দাতিক

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে সাহায্য করো যেন তোমাকে স্মরণ রাখতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং সুন্দরভাবে তোমার গোলামি করতে পারি।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫২২

সেটিংস

বর্তমান ভাষা