৭২২. দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়া

কুতবা ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ وَالْأَدْوَاءِ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন মুনকারা-তিল আখলা-‘ক্বি ওয়াল আ‘মা-লি ওয়াল আহ্ওয়া-ই ওয়াল আদ্‌ওয়া-ই

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই নিকৃষ্ট মানের আচরণ থেকে, এবং নিকৃষ্ট মানের কাজ, আশা ও রোগ থেকে।

রেফারেন্সসহীহ। মিশকাতঃ ২৪০৫

সেটিংস

বর্তমান ভাষা