৭১৫. দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়া
আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাঃ) বলেন, “আমি বললাম, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র কাছে কল্যাণ চান।” কিছুদিন পর আমি এসে বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র রাসূলের চাচা আব্বাস! আল্লাহ্র কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আনসার ও মুহাজিরদের জন্য দোয়া
চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
ক্ষমা চাওয়ার দোয়া
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২
দৃঢ়তা ও সঠিকতা প্রার্থনা
ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়া
জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া
আল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়া
মহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়া
নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
গুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়ার দোয়া