৭১৫. দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়া

আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাঃ) বলেন, “আমি বললাম, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্‌র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্‌র কাছে কল্যাণ চান।” কিছুদিন পর আমি এসে বলি, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্‌র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্‌র রাসূলের চাচা আব্বাস! আল্লাহ্‌র কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান।”

রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ৩৫১৪

সেটিংস

বর্তমান ভাষা