৭৪১. জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ্র কাছে তিনবার জান্নাত চায়, তখন জান্নাত বলে- হে আল্লাহ্, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও; আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে সুরক্ষা চায়, তখন জাহান্নাম বলে- হে আল্লাহ্, তুমি তাকে জাহান্নাম থেকে সুরক্ষা দাও।
রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ২৫৭২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাওয়ার দোয়াআল্লাহ্র চেহারায় তাকানোর নিয়ামত লাভের দোয়াঅন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়াউপকারী জ্ঞান চাওয়াচক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়াগোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়াব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়াআল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়াকারও জন্যে স্থিরতা, ও সঠিক পথের দিশা চাওয়াঅপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া