৭২৬. মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়া

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রায় প্রত্যেকটি বৈঠক থেকে ওঠা মাত্রই আল্লাহ্‌র রাসূল (ﷺ) এ দোয়া পড়তেন -

اَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُوْلُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيْبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيْبَتَنَا فِي دِيْنِنَا وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا

আল্লা-হুম্মাক্বসিম্ লানা- মিন্ ‘খাশ্‌ইয়াতিকা মা- ইয়া’হূলূ বাইনানা- ওয়া বাইনা মা’আ-স্বীকা, ওয়া মিন্ ত্বা-‘আতিকা মা- তুবাল্লি’গুনা- বিহী জান্নাতাকা, ওয়া মিনাল ইয়াক্বীনি মা- তুহাওয়িনু বিহী ‘আলাইনা মুস্বীবা-তিদ্‌ দুন্‌ইয়া-। ওয়ামাত্‌তি‘অ্‌না- বিআস্‌মা-’য়িনা- ওয়াআব্‌স্বারিনা- ওয়াক্বুওয়্যাতিনা- মা- ‘আ’হ্‌ইয়াইতানা-, ওয়াজ্‌’আল্‌হুল ওয়া-রিছা মিন্‌না-, ওয়াজ্‌’আল ছা’অ্‌রানা ‘আলা- মান্‌ যোয়ালামানা- ওয়ান্‌স্বুর্‌না- ‘আলা- মান্‌ ‘আ-দা-না-, ওয়ালা-তাজ্‌'আল্ মুস্বীবাতানা- ফী দীনিনা- ওয়ালা- তাজ্‌’আলিদ দুন্‌ইয়া- আকবারা হাম্মিনা- ওয়ালা- মাব্‌লা’গা ‘ইলমিনা- ওয়ালা- তুসাল্লিত্ব ‘আলাইনা- মান্ লা- ইয়ার্‌‘হামুনা-

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাদেরকে তোমার এমন ভয় দান করো, যা আমাদের ও তোমার অবাধ্যতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে; তোমার এমন আনুগত্য করার সামর্থ্য দাও, যা আমাদেরকে তোমার জান্নাতে পৌঁছে দেবে; এমন সন্দেহমুক্ত ঈমান দাও, যা দুনিয়ার মুসিবতগুলোকে আমাদের কাছে তুচ্ছ করে দেবে! আমাদের শ্রবণশক্তি দিয়ে উপকৃত হতে দাও, দৃষ্টিশক্তি ও শারীরিক শক্তি থেকে উপকৃত হতে দাও, যতদিন তুমি আমাদের বাঁচিয়ে রাখো! এসব শক্তিকে আমাদের ওয়ারিশ বানিয়ে দাও! আমাদের জালিমদের বিরুদ্ধে আমাদের ক্রুদ্ধ করে তোলো! আমাদের শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো; আমাদের দ্বীন-পালনে কোনও মুসিবত রেখো না; দুনিয়া যেন আমাদের সবচেয়ে বড় ভাবনার বস্তু না হয়; আমাদের জ্ঞানের লক্ষ্য যেন দুনিয়া না হয়; আমাদের উপর এমন কাউকে চাপিয়ে দিয়ো না, যে আমাদের উপর দয়া করবে না!

রেফারেন্সহাসান। তিরমিযিঃ ৩৫০২

সেটিংস

বর্তমান ভাষা