৭৩৬. নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْجُوْعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيْعُ وَأَعُوْذُ بِكَ مِنَ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল জূ’ই, ফাইন্নাহু বি’সাদ্‌দ্বাজী’য়ু ওয়া আ‘উযু বিকা মিনাল খিয়া-নাতি ফাইন্নাহা- বি'-সাতিল বিত্বা'-নাহ

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি ক্ষুধা থেকে তোমার কাছে আশ্রয় চাই, কারণ এটি হলো নিকৃষ্ট সঙ্গী; তোমার কাছে আশ্রয় চাই খিয়ানাত বা বিশ্বাসভঙ্গ থেকে, কারণ তা হলো নিকৃষ্ট বৈশিষ্ট্য৷

রেফারেন্সহাসান। আবূ দাঊদঃ ১৫৪৭

সেটিংস

বর্তমান ভাষা