৭৭১. ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলে, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমার রবের কাছে কিছু চাওয়ার সময়, কীভাবে (কী) বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো -
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া আরবি
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাগ্ ফিরলী, ওয়ার‘হামনী, ওয়া'আ-ফিনী ওয়ারঝুক্বনী
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমাকে ক্ষমা করে দাও; আমার উপর দয়া করো; আমাকে সুস্থ রাখো এবং আমার জীবনোপকরণ জুগিয়ে দাও!
এরপর তিনি বৃদ্ধাঙ্গুলি ছাড়া অন্য আঙুলসমূহ একসঙ্গে করে বলেন, “এসব (দোয়া) তোমার দুনিয়া ও আখিরাত একত্র করে দেবে।”
রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ৩৮৪৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার দোয়াদুর্ঘটনাগ্রস্থ হওয়া থেকে মুক্তির দোয়াকোন মুমিনকে কষ্ট দিলে বা গালি দিলে তার জন্য দোয়াদুনিয়া-আখিরাতের কল্যাণ কামনানবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়াঅকল্যাণ থেকে আশ্রয় চাওয়াক্রোধ দূর করার দোয়াদুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়াঅঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা