৭৭৭. নিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) সালাতে বলতেন -
নিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়া আরবি
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيْمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ
নিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাছ ছাবা-তা ফিল আমরি ওয়াল 'আঝিমাতা 'আলার্ রুশদি ওয়া আসআলুকা শুক্রা নি'মাতিকা ওয়া ‘হুসনা ‘ইবা-দাতিকা ওয়া আসআলুকা ক্বল্বান সালিমান ওয়া লিসা-নান স্বদিকান ওয়া আস’আলুকা মিন খাইরি মা- তা'লামু ওয়া আ‘উযু বিকা মিন শার্রি মা- তা'লামু ওয়া আস্তাগ্ফিরুকা লিমা- তা'লামু
নিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই কাজ ও সিদ্ধান্তের ক্ষেত্রে দৃঢ়তা এবং সঠিক কাজে অবিচলতা৷ আমি তোমার কাছে চাই যেন তোমার অনুগ্রহের শুকরিয়া আদায় করতে পারি, এবং উত্তমভাবে তোমার গোলামি করতে পারি। তোমার কাছে চাই-নিরাপদ অন্তর ও সত্য বলার জিহ্বা; তোমার কাছে চাই তোমার জ্ঞানে যা কল্যাণকর, তা; তোমার জ্ঞানে যা অকল্যাণকর, তা থেকে তোমার আশ্রয় চাই; তুমি যা জানো, সে ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাই৷