৭৭৭. নিরাপদ অন্তর, সত্যবাদিতা; ও কল্যাণকর সকল কিছু চাওয়ার দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) সালাতে বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيْمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাছ ছাবা-তা ফিল আমরি ওয়াল 'আঝিমাতা 'আলার্ রুশদি ওয়া আসআলুকা শুক্রা নি'মাতিকা ওয়া ‘হুসনা ‘ইবা-দাতিকা ওয়া আসআলুকা ক্বল্বান সালিমান ওয়া লিসা-নান স্বদিকান ওয়া আস’আলুকা মিন খাইরি মা- তা'লামু ওয়া আ‘উযু বিকা মিন শার্রি মা- তা'লামু ওয়া আস্তাগ্ফিরুকা লিমা- তা'লামু
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই কাজ ও সিদ্ধান্তের ক্ষেত্রে দৃঢ়তা এবং সঠিক কাজে অবিচলতা৷ আমি তোমার কাছে চাই যেন তোমার অনুগ্রহের শুকরিয়া আদায় করতে পারি, এবং উত্তমভাবে তোমার গোলামি করতে পারি। তোমার কাছে চাই-নিরাপদ অন্তর ও সত্য বলার জিহ্বা; তোমার কাছে চাই তোমার জ্ঞানে যা কল্যাণকর, তা; তোমার জ্ঞানে যা অকল্যাণকর, তা থেকে তোমার আশ্রয় চাই; তুমি যা জানো, সে ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাই৷
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪
ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়া
মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়া
শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া
নবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়া
সাইয়্যিদুল ইসতিগফার
বৃদ্ধাবস্থায় ও মৃত্যুর পর প্রশস্ততর জীবনোপকরণ কামনা করা
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২
পরিপূর্ণ ঈমান, অশেষ অনুগ্রহ এবং রাসুল (ﷺ) সাহচর্য চাওয়ার দোয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া