৭০৬. ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা

Daily DuasProtectionIslamic PrayerCategory 38

ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা আরবি

اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা উচ্চারণ

আল্লা-হুম্মা আকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া বা-রিক লাহূ ফীমা- আ‘ত্বইতাহু

ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা অনুবাদ

হে আল্লাহ্‌! তাকে বেশি করে সম্পদ ও সন্তান দিয়ো; তাকে তুমি যা দেবে, তাতে বরকত দিয়ো।

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার মা বললেনঃ হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আনাস আপনারই খাদিম। আপনি তার জন্য দোয়া করুন। তিনি (ﷺ) দোয়া করলেনঃ (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ৬৩৪৪

সেটিংস

বর্তমান ভাষা