৭০৬. ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা উচ্চারণ
আল্লা-হুম্মা আকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া বা-রিক লাহূ ফীমা- আ‘ত্বইতাহু
ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা অনুবাদ
হে আল্লাহ্! তাকে বেশি করে সম্পদ ও সন্তান দিয়ো; তাকে তুমি যা দেবে, তাতে বরকত দিয়ো।
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার মা বললেনঃ হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আনাস আপনারই খাদিম। আপনি তার জন্য দোয়া করুন। তিনি (ﷺ) দোয়া করলেনঃ (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সবুখারীঃ ৬৩৪৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুর্ঘটনাগ্রস্থ হওয়া থেকে মুক্তির দোয়াপথভ্রষ্টতা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়াউদ্বেগ ও দুশ্চিন্তার সময় দোয়াইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়াবরকত, সম্মান ও সন্তুষ্টি চাওয়ার দোয়াজান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়সৎকর্ম ও আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়াদুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২ক্রোধ দূর করার দোয়াঋণ মুক্তির দোয়াহিদায়াত ও অবিচল থাকার দোয়া #২অঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা