৭২৫. ইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) এভাবে দোয়া করতেন -
اَللَّهُمَّ احْفَظْنِيْ بِالْإِسْلَامِ قَائِمًا، وَاحْفَظْنِيْ بِالْإِسْلَامِ قَاعِدًا، وَاحْفَظْنِيْ بِالْإِسْلَامِ رَاقِدًا، وَلَا تُشْمِتْ بِي عَدُوًّا وَلَا حَاسِدًا اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ
আল্লা-হুম্মা'হ্ফায্নী বিল্ ইস্লা-মি ক্বা-য়িমান্ ওয়া’হ্ফায্নী বিল্ ইসলা-মি ক্বা-’য়িদান্, ওয়া’হ্ফায্নী বিল ইসলা-মি রা-ক্বিদান, ওয়ালা- তুশ্মিত্ বী ‘আদুওয়ান্ ওয়ালা- ‘হা-সিদান। আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা মিন্ কুল্লি ‘খাইরিন্ খাঝা-য়িনুহূ বিইয়াদিক, ওয়া আ‘উযু বিকা মিন কুল্লি শা্ররিন খাঝা-য়িনুহূ বিইয়াদিক
হে আল্লাহ্! আমাকে দাঁড়ানো অবস্থায় ইসলাম দ্বারা সুরক্ষা দাও! বসা অবস্থায় আমাকে ইসলাম দ্বারা সুরক্ষা দাও! শোয়া অবস্থায় আমাকে ইসলাম দ্বারা সুরক্ষা দাও! আমার দ্বারা কোনও হিংসুটে শত্রুকে উল্লসিত হতে দিয়ো না! হে আল্লাহ্! আমি তোমার কাছে প্রত্যেকটি কল্যাণ চাই, যার যাবতীয় ভাণ্ডার তোমার হাতে; আর প্রত্যেকটি অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই, যার সকল ভাণ্ডার তোমার হাতে৷
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ক্ষমা চাওয়ার দোয়া
দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়া
ক্ষমা চাওয়ার দোয়া
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১
আল্লাহর মর্যাদা ও তাঁর অনুগ্রহ লাভ এবং শত্রুদের বিরুদ্ধে তাঁর প্রতিশোধ প্রার্থনা
কিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়া
আল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়া
মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #২