৭৬৮. শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া
নবী (ﷺ) বলতেন -
শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া আরবি
اَللَّهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلَى عَدُوِّيْ وَأَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া উচ্চারণ
আল্লা-হুম্মা, মাত্তি‘অ্নী বিসাম’ঈ, ওয়াবাসারী, ওয়াজ্-‘আলহুমাল ওয়া-রিছা মিন্নী। ওয়ান্-সুরনী ‘আলা- ‘আদুও্ঈ, ওয়া আরিনী মিনহু ছা’রী
শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া অনুবাদ
হে আল্লাহ্! আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়ার সুযোগ দাও; উভয়টিকে আমার উত্তরাধিকারী বানিয়ে দাও; আমার শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করো; তার উপর কতটুকু প্রতিশোধ নেওয়া যাবে, তা দেখিয়ে দাও!
রেফারেন্সসহিহ। আদাবুল মুফরাদঃ ৬৫০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনাদুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়াপবিত্র জীবন ও সহজ মৃত্যু চাওয়াআল্লাহ্র কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়াদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার দোয়াদুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #১যিক্র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়াইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১গুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়ার দোয়া