৭৬৭. কিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়া

اَللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ وَعَافِنِيْ‏ أَعُوْذُ بِاللَّهِ مِنْ ضِيْقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ

আল্লা-হুম্মাগ্‌- ফিরলী, ওয়াহ্‌দিনী, ওয়ারযুক্বনী, ওয়া'আ-ফিনী, আ‘উযুবিল্লা-হি মিন দ্বি-ক্বীল মাক্বা-মী ইয়াওমাল ক্বিয়া-মাহ

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে মাফ করে দাও; আমার সঠিক পথে পরিচালিত করো; আমার জীবনোপকরণ জুগিয়ে দাও; আমাকে সুস্থ রাখো। আমি আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই কিয়ামতের দিন সংকীর্ণ আবাস থেকে।

আসিম ইবনু হুমাইদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করি, “আল্লাহ্‌র রাসূল (ﷺ) কী বলে রাতের সালাত শুরু করতেন?” আয়িশা (রাঃ) বলেন, “তুমি আমাকে এমন এক বিষয়ে জিজ্ঞাসা করেছ, যে বিষয়ে এর আগে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। আল্লাহ্‌র রাসূল (ﷺ) দশ বার তাকবীর (‘আল্লাহু আকবার'), দশ বার তাহমীদ (‘আল-হামদু লিল্লাহ’), দশ বার তাসবীহ (সুবহানাল্লাহ’), দশ বার তাহলীল (“লা ইলাহা ইল্লাল্লাহ’), দশ বার ইস্তিগফার (‘আস্তাগফিরুল্লাহ’) বলে (তারপর) বলতেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সহাসান সহীহ। নাসায়ীঃ ১৬১৭

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা