৭৬৭. কিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়া
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ وَعَافِنِيْ أَعُوْذُ بِاللَّهِ مِنْ ضِيْقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ
আল্লা-হুম্মাগ্- ফিরলী, ওয়াহ্দিনী, ওয়ারযুক্বনী, ওয়া'আ-ফিনী, আ‘উযুবিল্লা-হি মিন দ্বি-ক্বীল মাক্বা-মী ইয়াওমাল ক্বিয়া-মাহ
হে আল্লাহ্! আমাকে মাফ করে দাও; আমার সঠিক পথে পরিচালিত করো; আমার জীবনোপকরণ জুগিয়ে দাও; আমাকে সুস্থ রাখো। আমি আল্লাহ্র কাছে আশ্রয় চাই কিয়ামতের দিন সংকীর্ণ আবাস থেকে।
আসিম ইবনু হুমাইদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করি, “আল্লাহ্র রাসূল (ﷺ) কী বলে রাতের সালাত শুরু করতেন?” আয়িশা (রাঃ) বলেন, “তুমি আমাকে এমন এক বিষয়ে জিজ্ঞাসা করেছ, যে বিষয়ে এর আগে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। আল্লাহ্র রাসূল (ﷺ) দশ বার তাকবীর (‘আল্লাহু আকবার'), দশ বার তাহমীদ (‘আল-হামদু লিল্লাহ’), দশ বার তাসবীহ (সুবহানাল্লাহ’), দশ বার তাহলীল (“লা ইলাহা ইল্লাল্লাহ’), দশ বার ইস্তিগফার (‘আস্তাগফিরুল্লাহ’) বলে (তারপর) বলতেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুনিয়া ও কবরের পরীক্ষা থেকে আশ্রয় চাওয়া
ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
জাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া
চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া
সাইয়্যিদুল ইসতিগফার
বরকত, সম্মান ও সন্তুষ্টি চাওয়ার দোয়া
উপকারী জ্ঞান চাওয়া
আল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়া
কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #১
দৃঢ়তা ও সঠিকতা প্রার্থনা