৭৭৬. ক্রোধ দূর করার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 38
আমি বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আপনি কি আমাকে এমন কোনও দোয়া শেখাবেন না, যা আমি নিজের জন্য পাঠ করব?” নবী (ﷺ) বলেন, অবশ্যই! তুমি বলো -
ক্রোধ দূর করার দোয়া আরবি
اَللَّهُمَّ رَبَّ مُحَمَّدٍ النَّبِيِّ اِغْفِرْ لِي ذَنْبِيْ وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ وَأَجِرْنِيْ مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ مَا أَحْيَيْتَنَا
ক্রোধ দূর করার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা রাব্বা মুহাম্মাদিন নাবিয়্যি ইগ্ফীর লী যান্বী ওয়া আয হিব গাইযা ক্বল্বী ওয়া আজির্নী মিন মুদ্বিল্লাতি-ল ফিতানী মা- আ'হ্-ইয়াইতানা-
ক্রোধ দূর করার দোয়া অনুবাদ
হে আল্লাহ্, নবী মুহাম্মাদ (ﷺ) এর রব! আমার গোনাহ মাফ করে দাও। আমার অন্তরের ক্রোধ দূর করে দাও; (ততদিন) আমাকে বিভ্রান্তকারী পরীক্ষা থেকে সুরক্ষা দাও, যতদিন তুমি আমাদের বাঁচিয়ে রাখবে।
রেফারেন্সহাসান (হাইসামী)। মাযমাউয যাওয়াইদঃ ১০/২৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ানবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়াশ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়াআল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়াঅন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #১আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #১জাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়াদুনিয়া-আখিরাতের কল্যাণ কামনাদ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়াআনসার ও মুহাজিরদের জন্য দোয়াআল্লাহর দয়া ও অনুগ্রহ চাওয়ার দোয়াঅঙ্গ-প্রত্যঙ্গ নিরাপত্তা এবং অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা