৭১৭. আল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়া
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) দোয়ায় বলতেন -
رَبِّ أَعِنِّيْ وَلَا تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِيْ وَلَا تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ وَاغْسِلْ حَوْبَتِيْ وَأَجِبْ دَعْوَتِيْ وَثَبِّتْ حُجَّتِيْ وَسَدِّدْ لِسَانِيْ وَاهْدِ قَلْبِيْ وَاسْلُلْ سَخِيْمَةَ صَدْرِيْ
রাব্বি আ‘ইন্নি ওয়ালা- তু‘ইন আলাইয়্যা ওয়ান্-স্বুর্নী ওয়ালা- তান্স্বুর 'আলাইয়্যা ওয়াম্কুর লি ওয়ালা- তাম্কুর 'আলাইয়্যা ওয়াহ্দিনী ওয়া-ইয়াস্ ‘সিরিল হুদা লি ওয়ান্-স্বুরনী 'আলা মান- বাগা 'আলাইয়্যা রব্বিজ্ ‘আলনী লাকা শাক্কারান লাকা যাক্কারান লাকা রাহ্‘হাবান লাকা মিত্বওয়া-‘আন লাকা মুখ্বিতান ইলাইকা আওয়া-হান মুনিবান রাব্বি তাক্বাব্বাল তাওবাতি ওয়াগ্সিল ‘হাওবাতি ওয়াআজিব দা‘ওয়াতি ওয়া ‘ছাব্বিত হুজ্জাতি ওয়া সাদ্দিদ লিসা-নী ওয়াহ্দী ক্বলবী ওয়াস্লুল সাখিমাতা স্বদরী
রব আমার! আমার পক্ষে সাহায্য করো, বিপক্ষে সাহায্য করো না; আমাকে জয়ী করো, আমার বিরুদ্ধে কাউকে জয়ী করো না; আমার অনুকূলে কৌশল করো, প্রতিকূলে কৌশল করো না; আমাকে পথ দেখাও এবং আমার পথনির্দেশনা সহজ করে দাও; আমার উপর সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমাকে জয়ী করো৷ রব আমার! আমাকে বানিয়ে দাও তোমার প্রতি চিরকৃতজ্ঞ, তোমাকে সব সময় স্মরণকারী, তোমার ভয়ে সদা-ভীত, তোমার মহা অনুগত, তোমার প্রতি বিনয়ী, তোমার দিকে আন্তরিকভাবে প্রত্যাবর্তনকারী। রব আমার! আমার তাওবা (ফিরে-আসা) কবুল করো, আমার গোনাহ ধুয়ে মুছে সাফ করে দাও, আমার ডাকে সাড়া দাও, আমার প্রমাণপত্র মজবুত করো, আমার জিহ্বায় দৃঢ়তা দাও, আমার অন্তরকে পথ-নির্দেশনা দাও আর আমার বুকের কপটতা ও বিদ্বেষ দূর করে দাও৷
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা
ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়া
জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া
দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া #২
কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া
সৎকর্ম ও আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়া
দুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২
ইসলামের অসীলায় সর্বাবস্থায় সুরক্ষা চাওয়ার দোয়া
পবিত্র জীবন ও সহজ মৃত্যু চাওয়া
ঋণের বোঝা, শত্রুর বিজয় ও উল্লাস থেকে আশ্রয় চাওয়া
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায়