৭৬১. যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা চাওয়ার দোয়া

নবী (ﷺ) দোয়ায় বলতেন -

اَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ وَبَارِكْ لِي فِيهِ وَأَخْلِفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِي بِخَيْرٍ

আল্লা-হুম্মা ক্বান্নি'নী বিমা- রাযাক্ব্‌তানী ওয়া বা-রিক্‌‌ লী ফিহী ওয়া আখ্‌লিফ ‘আলাইয়্যা কুল্লা গা-ইবাতিন লী বি-খাইর

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে যা দিয়েছো, তাতে আমাকে তুষ্ট করো ও এর মধ্যে আমার জন্য বরকত দাও এবং যা আমি হারিয়েছি এমন প্রত্যেকটির উত্তম বদলা দাও।

রেফারেন্সহাসান (ইবনে হাজার)। ফুতুহাতুর রাব্বানিয়্যাহঃ ৪/৩৮৩

সেটিংস

বর্তমান ভাষা