৬৯৯. আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৪

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্‌ঝি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি, ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল ক্বাবর। আল্লা-হুম্মা, আ-তি নাফ্‌সি তাক্বওয়া-হা-, ওয়া ঝাক্‌কিহা- আনতা খাইরু মান ঝাক্কা-হা-, আনতা ওয়ালিইউহা- ওয়া মাওলা-হা-। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা’উ, ওয়ামিন ক্বালবিন্‌ লা- ইয়াখ্‌শা’উ ওয়ামিন নাফ্‌সিন লা-তাশ্‌বা’উ ওয়ামিন দা’অ্ওয়াতিন লা-ইউস্‌তাজা-বু লাহা-

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, এবং বার্ধক্য ও কবরের শাস্তি থেকে। হে আল্লাহ্‌! আমার সত্ত্বাকে ত্বাকওয়া দাও, একে পরিশুদ্ধ করো, তুমিই সর্বোত্তম শুদ্ধতা-দানকারী, তুমি আমার সত্ত্বার বন্ধু ও অভিভাবক। হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই- এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা (তোমার সামনে) বিনয়ী হয় না, এমন (দেহ) সত্ত্বা থেকে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন আহ্বান থেকে যার কোনও সাড়া পাওয়া যায় না৷

রেফারেন্সমুসলিমঃ ২৭২২

সেটিংস

বর্তমান ভাষা