৭৫১. আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া

নবী (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ اَللَّهُمَّ مَا رَزَقْتَنِيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ اَللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ

আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মার্‌ ঝুক্বনী ‘হুব্বাকা ওয়া ‘হুব্বা মান ইয়ান্‌ফা’উনী ‘হুব্বুহু ‘ইনদাকা, আল্লা-হুম্মা মা- রাযাক্কতানী মিম্মা- উ’হিব্বু ফাজ্‌’আলহু ক্বুও-ওয়াতান্ লী ফীমা- তু’হিব্বু। আল্লা-হুম্মা, ওয়ামা- ঝাওয়াইতা ‘আন্নী মিম্মা- উ’হিব্বু ফাজ’আল্‌হু লী ফারা-গান ফীমা- তু’হিব্বু

আল্লাহর ভালবাসা চাওয়ার দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে দাও তোমার মহব্বত এবং সেসব বিষয়ের মহব্বত যা তোমার কাছে আমার কল্যাণ সাধন করবে; হে আল্লাহ্‌! আমার পছন্দনীয় যা-ই আমাকে দিয়েছো, সেটিকে তোমার পছন্দের ক্ষেত্রে আমার শক্তিতে পরিণত করো; আর আমার পছন্দনীয় যা-কিছু আমার থেকে সরিয়ে দিয়েছো, তোমার পছন্দের ক্ষেত্রে সেটিকে আমার অবসরে পরিণত করো৷

রেফারেন্সহাসান (ইবনে হাজার)। তাখরিজ মিশকাতঃ ৩/৩১

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

যিক্‌র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়াআল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আশ্রয় চাওয়ামহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়াঅপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়াআল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়াআল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৩নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াজাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়াকিয়ামতের দিন সংকীর্ণস্থান থেকে আশ্রয় চাওয়াদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়াজানা অজানা শির্ক থেকে আশ্রয় চাওয়া

সেটিংস

বর্তমান ভাষা