৭৬২. সহজ হিসাবের জন্য দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 38

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে কোনও এক সালাতে বলতে শুনেছি -

সহজ হিসাবের জন্য দোয়া আরবি

اَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا

সহজ হিসাবের জন্য দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা হা-সিব্‌নী হিসা-বাই ইয়াসি-রা

সহজ হিসাবের জন্য দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়ো!

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) বলেছেনঃ ক্বিয়ামতের দিন যারই হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। [‘আয়েশা (রাঃ) বলেন] আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আল্লাহ্‌ কি বলেননি, ‘অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবেই নেয়া হবে (৮৪ঃ৭-৮)। অতঃপর রসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ তা কেবল পেশ করা মাত্র। ক্বিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আযাব দেয়া হবে।

রেফারেন্সবুখারীঃ ৬৫৩৭

সেটিংস

বর্তমান ভাষা