৭৬২. সহজ হিসাবের জন্য দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 38
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে কোনও এক সালাতে বলতে শুনেছি -
সহজ হিসাবের জন্য দোয়া আরবি
اَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا
সহজ হিসাবের জন্য দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা হা-সিব্নী হিসা-বাই ইয়াসি-রা
সহজ হিসাবের জন্য দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়ো!
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) বলেছেনঃ ক্বিয়ামতের দিন যারই হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। [‘আয়েশা (রাঃ) বলেন] আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আল্লাহ্ কি বলেননি, ‘অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবেই নেয়া হবে (৮৪ঃ৭-৮)। অতঃপর রসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তা কেবল পেশ করা মাত্র। ক্বিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আযাব দেয়া হবে।
রেফারেন্সবুখারীঃ ৬৫৩৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সৎকর্ম ও আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়াদৃঢ়তা ও সঠিকতা প্রার্থনানবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #২ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনাদুুনিয়া-আখিরাতের কল্যাণ চাওয়া #২কবুল আমল, উপকারী জ্ঞান ও উত্তম রিযিক চাওয়ানিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়াউত্তম চরিত্র চাওয়ার দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া