৭৬২. সহজ হিসাবের জন্য দোয়া
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে কোনও এক সালাতে বলতে শুনেছি -
সহজ হিসাবের জন্য দোয়া আরবি
اَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا
সহজ হিসাবের জন্য দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা হা-সিব্নী হিসা-বাই ইয়াসি-রা
সহজ হিসাবের জন্য দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়ো!
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) বলেছেনঃ ক্বিয়ামতের দিন যারই হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। [‘আয়েশা (রাঃ) বলেন] আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আল্লাহ্ কি বলেননি, ‘অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবেই নেয়া হবে (৮৪ঃ৭-৮)। অতঃপর রসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তা কেবল পেশ করা মাত্র। ক্বিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আযাব দেয়া হবে।
রেফারেন্সবুখারীঃ ৬৫৩৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়াযিক্র, শুকরিয়া এবং কবূলযোগ্য ইবাদতে আল্লাহর সাহায্য চাওয়ামহামারী ও রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়ার দোয়াআল্লাহর সাহায্য ও দ্বীনদারিতা চাওয়ার দোয়ানবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়াঅকল্যাণ থেকে আশ্রয় চাওয়াগোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়ার দোয়াআল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৫আনসার ও মুহাজিরদের জন্য দোয়াজাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়াহিদায়াত ও অবিচল থাকার দোয়া #১দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি